নিখোঁজ হওয়ার দুই দিন পর সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম বিপ্লব (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পৌর এলাকার রানীগ্রাম কদমতলা যমুনা নদী থেকে লাশটি উদ্ধার হয়। নিহত বিপ্লব সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম কদমতলা মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব দিনমজুরের কাজ করতেন। গত ২ দিন থেকে তিনি নিখোঁজ। শুক্রবার সকালে রানীগ্রাম কদমতলা এলাকায় যমুনা নদীতে তার। ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপ্লবের লাশ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.