আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দল করেন তারা যদি দলের ঐক্যকে গুরুত্ব না দেন, নিজেদের মধ্যে কলহ-কন্দোল থাকে তাহলে দুঃসময়ে প্রতিপক্ষ কোন্দলের ওপর আঘাত হানবে।
বৃহস্পতিবার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন।
তিনি বলেন, চিরজীবন আমরা ক্ষমতায় থাকবো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাবেন না। আমরাও ভাবি না। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। চোখের পলকে বাংলাদেশে ১৫ আগস্ট ঘটেছে। হঠাৎ করে ২১ আগস্ট। এ জন্য দলের নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য সতর্ক করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সংকট ও দুর্যোগে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। দেশে এখন প্রায় ৯০টির বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে। যা ইতোমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে বলে প্রমাণ করে। তবে সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সেবা-বান্ধব সরকার, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। উদ্যোগ নেয়া হয়েছে প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.