সাতকানিয়া সংবাদদাতা : দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করার কারণে দায়েরকৃত মামলার ৪ জন আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (২৬ আগস্ট) মামলার ৪ আসামী বাজালিয়ার বড়দুয়ারা এলাকার সোলাইমান বাঁশির পুত্র মো. ফরহাদ (২৩), মৃত মকবুল আহমদের পুত্র সোলাইমান বাঁশি (৫০), হলুদিয়ার আলী হোসেনের পুত্র নজরুল ইসলাম (২৪) ও ধর্মপুর চাদের পাড়ার আবুল হোসেনের পুত্র শাহ আলম (২৮) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কাইছারের আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজালিয়ার হলুদিয়া এলাকায় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম ও আবু সুফিয়ান চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। পরে গত শনিবার আহত আবু সুফিয়ান চৌধুরী বাদি হয়ে বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্তসহ ১০ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.