বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার বড়লেখা থানার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে স্কুল ছাত্রী ফাতেমা বেগম (১৫)এর লাশটি উদ্ধার করা হয়। ফাতেমা স্থানীয় ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ফাতেমা সে শংকরপুর গ্রামের আমিনুল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফাতেমা বেগম খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি তেঁতুল গাছের সঙ্গে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রী ফাতেমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কোনো কারণও জানা যায়নি। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.