হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ইয়াবা ও একটি ছুরিসহ আটক করেছে ডিবি পুলিশ। তিনি বানিয়াচং উপজেলার পুরান তোপখানা মহল্লার আমজাদ হোসেনের ছেলে।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মানিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস আই দেবাশীষ দাশের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার বড় বাজারে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, একটি ধারালো ছুরি ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে স্থগিত হওয়া জেলা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জানান, মামুনকে আটকের বিষয়টি শুনেছি। সে দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.