আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজছাত্রকে খুন

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাওন খন্দকার (২৬) নামে এক কলেজ ছাত্রকে খুন করা হয়েছে। সোমবার ২৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারের ব্রিজ সংলগ্ন একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

শাওন টঙ্গী সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র। তার বাবার নাম জাকির হোসেন সেন্টু । এ ঘটনায় রাজিব রাজা নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, শাওন ঈদুল আযহার ছুটিতে বাউফলের বিলবিলাস গ্রামের বাড়িতে আসেন। পাশের মদনপুর গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিব রাজা (২৭) রবিবার ২৩ আগস্ট রাতে বিলবিলাস বাজারে একটি দোকানে বসেছিল। ওই সময় শাওন মোটরসাইকেলে যাওয়ার সময় রাজিবের চোখে আলো পড়লে রাজিব টর্চ লাইট দিয়ে শাওনকে বাড়ি মারে। এতে শাওন ক্ষুব্দ হয়। এ সময় তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। বাজারের লোকজন তাদের নিভৃত করে। পরে সোমবার বেলা সোয়া ১১টায় শাওন বাড়ি থেকে বিলবিলাস বাজারের উত্তর পাশের ব্রিজ সংলগ্ন একটি দোকানে বসে চা পান করছিল। তখন রাজিব এসে শাওনের পেটে ছুরিকাঘাত করে। এ সময় বাজারের লোকজন শাওনকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ শাওনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘প্রকৃত খুনি শাওনকে আটক করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ