রাজশাহী সংবাদদাতা:
রাজশাহীর চারঘাট উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২৪ আগস্ট বিকালে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো, মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) ও শফিকুল হকের একমাত্র ছেলে রাহুল (৪)।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমবলেন, সোমবার দুপুর ১২ থেকে তারা নিখোঁজ ছিল। এরপর অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৫টার দিকে উপজেলার রাওথা এলাকায় ডোবা-নালার পানিতে তাদের পাওয়া যায়। এরপর উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মারা যাওয়া মাহিমের নানা জিয়াউর রহমান জানান, নিহত মাহিমের শাপলা ফুল সংগ্রহ করার এক ধরনের নেশা ছিল। প্রতিদিনই বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন সময়ে শাপলা ফুল তুলে আনতো। সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলও নেই। একমাত্র ছেলে রাহুলকে হারিয়ে মা জয়নব বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন।
মাহিমের বাবার বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়। ছোট থেকেই মাহিম আমার কাছে রয়েছে। তার বাবা-মাকে আমি কী জবাব দেবো?
স্থানীয় ইউপি সদস্য তজলুল হক বলেন, একইসঙ্গে একই এলাকার দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.