নিজস্ব প্রতিবেদক: সাম্পানঘাট ফিরে পেতে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শত শত সাম্পান নিয়ে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় দীর্ঘ এক কিলোমিটার জুড়ে অনশন কর্মসূচি পালন করছেন সাম্পান মাঝিরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নির্দেশনা থাকা সত্ত্বেও জন্মগত পেশাদার পাটনিজীবী (সাম্পান মাঝি) সমিতিকে সাম্পানঘাট ইজারা না দেয়ার প্রতিবাদে এই অনশন কর্মসূচি পালন করছে সাম্পান মাঝিদের ৮টি সংগঠন।
সাম্পান মাঝি সংগঠনের নেতৃবৃন্দরা জানান, করোনার কারণে সাম্পান মাঝিরা এমনিতেই ক্ষতিগ্রস্ত। তার উপর নিজেদের ঘাট হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে হাজারো সাম্পান মাঝি। অনেকে বাপ দাদা তিনপুরুষের এই পেশা ছেড়ে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামিতে কর্ণফুলী থেকে সাম্পান চিরতরে হারিয়ে যাবে।
আন্দোলনের আহ্বায়ক কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী বলেন, ২০০৩ সালের পাটনিজীবী নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে মাঝিদের ঘাটছাড়া করেছে চসিক। আমাদের দেয়ালে পিট ঠেকে যাওয়ায় দিনব্যাপী অনশন পালন করছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.