নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মা ও তার ৯ বছর বয়সী শিশুকে গলাকেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। ২৪ আগস্ট আনুমানিক রাত ৮টার দিকে পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়িতে এমন ঘটনা ঘটেছে ধারনা করছেন পুলিশ।
নিহতরা হলেন- গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার গণমাধ্যমকে বলেন, পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুন হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ক্রাইমসিনে আমরা এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.