দেশচিন্তা ডেস্ক:
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।
২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহে রমজান মাসের নতুন চাঁদ দেখা যায়।
আজ সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বায়তুল মোকাররমের ইসলামিক ফাউণ্ডেশনর কক্ষে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান।
সেই হিসেব অনুযায়ী শুক্রবার দিনগত শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। আজ ২৪ এপ্রিল একইসঙ্গে এশার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে মসজিদে শুরু হবে তারাবীহ'র নামাজ। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.