করোনা মহামারীতে আক্রান্ত সমগ্র দেশের সাথে চট্টগ্রামের মানুষও মহাবিপর্যয়ে রয়েছে। এর মাঝে চট্টগ্রাম নগরীর পথে পথে পথশিশু ও বৃদ্ধ বয়স্ক ভবঘুরে রয়েছে, যারা খাদ্য অভাবে দিন অতিবাহিত করছে। ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, শোলকবহর, আরকান রোড় এলাকায় করোনার মহামারীতে ভবঘুুরে বৃদ্ধ নারী পুরুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি)। বিশিষ্ট ইতিহাসবিদ ও সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিনের বাসভবনে রান্না করা এই খাদ্য সাপ্তাহে দু'দিন করে চট্টগ্রাম নগরীতে সীমিত সংখ্যক মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।আজ খাদ্য বিতরন কালে উপস্থিত ছিলেন সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, প্রাক্তন সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, বিশিষ্ট সংগঠক ও মানবতাবাদী সংগঠক ইঞ্জিনিয়ার সৌমেন বড়ুয়া, শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরাফাত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.