নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্বশুরবাড়িতে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে দাফন করা হয়েছে। ১২ এপ্রিল রবিবার ভোরে সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর স্কুলের পাশের কবরস্থানে লোকচক্ষুর আড়ালে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে ১১ এপ্রিল শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজ নিতে শুরু করেন। পরে জানতে পারেন রাত ৩টায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.