রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২০ মার্চ শুক্রবার রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।
গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যামল (২১), হৃদয় (২১), মোহাম্মদ আলী এবং পুঠিয়ায় গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। ২০ মার্চ শুক্রবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন-গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের হৃদয় (২২) ও রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর গ্রামের সন্তোষের ছেলে শ্যামল (২৩) ও গোদাগাড়ীর মাহবুব হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮)।
আহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে সোহাগ আলী (২২), রাজশাহী নগরীর রায়পাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোসাদ্দেক আলী (২১)। তারা রামেক হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পাঁচ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। তাদের সবাইকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হৃদয় ও শ্যামল এবং রাত ১১টার দিকে মোহাম্মদ আলী মারা যান।
ওসি খায়রুল ইসলাম আরও বলেন, রাজশাহী-ঢাকা মহাসড়কে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের পাঁচ আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
অন্যদিকে রাজশাহীর পুঠিয়ায় গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুরহাট কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। রুবেল পুঠিয়া উপজেলার বানেশ্বর পুর্বপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে।
শিবপুরহাটে অবস্থিত পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দি জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় রুবেল রাস্তার ওপর ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.