হোম কোয়ারেন্টিনে না থাকায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় সিঙ্গাপুর প্রবাসী হাসান আলী (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরপর তাকে ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ সাজা দেন। হাসান আলী সদরের পাগলাকানাই এলাকার শমসের আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান আব্দুল্লা আল মামুন জানান, ১২ মার্চ হাসান আলী সিঙ্গাপুর থেকে বাড়িতে এসেছেন। স্বাস্থ্য বিভাগ জানতে পেয়ে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা বললেও সে তা না মেনে প্রকাশ্যে শহরের ঘুরে বেড়াচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসে। আইন না মেনে ঘুরে বেড়ানোয় তাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৫ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.