করোনা ভাইরাস সংক্রমণের সতর্কতা সত্ত্বেও মানিকগঞ্জের সাটুরিয়ায় ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন ফরমান আলী। কিন্তু আদেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিয়ের অনুষ্ঠানটিও স্থগিত করা হয়।
২০ মার্চ শুক্রবার বিকালে উপজেলার উত্তর কাউন্নারা গ্রামের এ ঘটনা ঘটে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, করোন ভাইরাস এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে যেকোনও ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাইকিং করা হচ্ছে। জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দু’টি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও শুক্রবার ব্যাপক গণজমায়েত করে উত্তর কাউন্নারা গ্রামের ফরমাল আলী মেয়ের বিয়ের আয়োজন করেন। এজন্য ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিয়ে স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকালেই ফরমান আলীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.