গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ স্নানোৎসব ও মহা-বারুনী মেলা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ ও ২২ মার্চ স্নানোৎসব ও বারুনী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর স্নানোৎসব ও বারুনী মেলা স্থগিতের ঘোষণা দেন।
দুইশ' বছর ধরে দলিত হিন্দু সম্প্রদায়ের ত্রাণকর্তা হিসেবে খ্যাত হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে প্রতিবছর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে ঐতিহ্যবাহী ঠাকুর বাড়িতে এ স্নানোৎসব ও মহা-বারুণী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ স্নানোৎসবে দেশ বিদেশের লাখ লাখ ভক্ত যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.