
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে স্থাপিত মুজিব কর্নারটি উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি এ মুজিব কর্নারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য নির্বাহীবৃন্দ।
উল্লেখ্য, ব্যাংকের যশোর ও ঝালকাঠি শাখাতেও মুজিব কর্নার স্থাপন করা হয়েছে।
পড়েছেনঃ ৪৩২