ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৭ মার্চ মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাসেত দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকাগামী একটি ডাম্পট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘নিহতদের একজনের আনুমানিক বয়স ৬০ বছর ও অপরজনের ৪০ বছর। দুই জনের মরদেহ পুলিশ হেফাজতে আছে। ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক আছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.