বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সমাবেশে ঘটনার মূলহোতা সদ্য প্রত্যাহার করা ডিসি সুলতানা পারভীনসহ জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং সাংবাদিক আরিফের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
১৬ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ঈশাখাঁ সড়কে কিশোরগঞ্জের সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়েছে। দু’ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কুড়িগ্রামের ঘটনায় জড়িত ডিসিসহ সবাইকে আইনের আওতায় আনা, আরিফুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালাকানুন বাতিলের দাবি জানানো হয়।
কিশোরগঞ্জের সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তৃতা করেন, যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান এটিএম নিজাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সাবেক যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, শিক্ষক নেতা আবুল হাশেম, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নূর মোহাম্মদ, শফিক আদনান ও সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মাজহার মান্না, নয়াদিগন্তের আল আমিন, নারীনেত্রী খুজিস্থা বেগম জোনাকি, শরীফুল আলম, আব্দুল্লাহ আল মামুন পলাশ, শাহজাহান সাজু, সাংবাদিক শফিক কবির, ছাত্রনেতা বিবেকানন্দ রায় ও প্রশান্ত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.