যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৫ মার্চ রবিবার ভোররাতে চৌগাছা উপজেলার বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনের সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, ফেনসিডিল উদ্ধার করেছে।
পুলিশ বলছে, জহুরুল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
জহুরুল চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের প্রাইমারি স্কুলপাড়ার গোলাম হোসেনের ছেলে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানিয়েছেন, মাদকের একটি বড় চালান পার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে বল্লভপুর সরকারি প্রাইমারি স্কুলের সামনে পুলিশ অবস্থান নেয়। ওই সময় মাদক ব্যবসায়ী দলের পক্ষ থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশও পাল্টা জবাব দেয়। তখন অন্যরা পালিয়ে গেলেও সেখানে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলির খোসা এবং ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.