বগুড়ায় ৫৫ জুয়াড়ি গ্রেফতার
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা ৫৫ জুয়াড়িকে গ্রেফতার করেছেন। ১১ মার্চ বুধবার রাতে শহরতলির ভবের বাজার এলাকার ট্রাক টার্মিনালের বিশ্রামাগার থেকে তাদের আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজার ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন।
আটক ব্যক্তিদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম, নগদ আড়াই লাখের বেশি টাকা ও ৫০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.