আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

চট্টগ্রামে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আবু বক্কর মো. রেজা (৩৩) নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী থানা পুলিশ বোয়ালখালী উপজেলার পৌর সদরের গোমদন্ডী এলাকা থেকে তাকে আটক করে।
বোয়ালখালী থানার ওসি নেয়ামত উল্লাহ এ তথ্য জানিয়েছেন। রেজা পেশায় একজন প্রকৌশলী। তিনি সাতকানিয়া পৌরসভার অধীনে বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
নেয়ামত উল্লাহ বলেন, ‘শুক্রবার দুপুরে নিজের ফেইসবুক আইডি থেকে রেজা ‘বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। পরে আবার তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন। কিন্তু তার আগে অনেকে সেটি স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি আমাদেরকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। তার নির্দেশে গুজব ছড়ানোর অভিযোগে আমরা রেজাকে আটক করি।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ