নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামে গায়ে আগুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন দুপুরে খড়ের আগুনে ঝাঁপ দিয়ে সেতারা বেগম (৩৫) আত্মহত্যা করেছেন।
৪ মার্চ বুধবার দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের শাখাওয়াত উল্যার স্ত্রী এবং তিন সন্তানের মা ছিলেন। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই আবদুল কাদের বলেন, ‘সতেরো বছর আগে শাখাওয়াতের সঙ্গে সেতারার বিয়ে হয়। এরপর থেকে সেতারার মানসিক সমস্যা দেখা দেয়। সে দীর্ঘদিন ধরে মানসিক চিকিৎসা নিচ্ছেন। কয়েকদিন আগেও বাড়িতে চিকিৎসা করিয়েছি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভাত রান্নার জ্বালানির জন্য নেওয়া খড় ও শুকনো পাতার মধ্যে নিজে আগুন দিয়ে সেখানে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করে।’
ওসি সাহেদ উদ্দিন বলেন, ‘মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.