
স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মানিকগঞ্জে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। ৪ মার্চ বুধবার বিকাল ৪টার দিকে স্কুল থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের মাসুম আলীর ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক আমীনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার বিকালের দিকে ওই শিক্ষক শিক্ষার্থীর বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণচেষ্টা চালায়।
সিংগাইর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে খণ্ডকালীন শিক্ষক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
পড়েছেনঃ ৩০২