আজ : বৃহস্পতিবার ║ ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১টি পেট্রল পাম্পের বিরুদ্ধে মামলা এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার ঢাকা মহানগরের বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়। বিএসটিআই থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মেসার্স সিটিজেন ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি ডিজেল ইউনিটে ৬০ মিলি কম দেয়ায় মামলা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমেদ ও পরিদর্শক ইনজামামুল হক অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ