আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

খুলনায় ৭৭টি কচ্ছপ পাচারের সময় জব্দ

খুলনার ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামে পাচারের জন্য আনা ৭৭টি কচ্ছপ জব্দ করেছে র‍্যাব-৬। এসময় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান জানান, ‘র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঘোনা বান্ধা গ্রামে রমেশ মিস্ত্রির বাড়িতে কিছু লোক বস্তা ভর্তি কচ্ছপ নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। এরপর র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। কিছু লোক র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা স্থানটি ঘেরাও করে রমেশ মিস্ত্রিকে (৩৪) গ্রেফতার করে। তার দখলে থাকা চারটি চটের বস্তা থেকে ছোট-বড় ৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, আসামি জিজ্ঞাসাবাদে জানায় সে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গোপনে কচ্ছপ কিনে তার নিজ এলাকায় বিক্রি করে আসছে। সে কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ