‘র্যাবের অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়, ক্যাম্প ডাকাতি ও ইয়াবামুক্ত করাই র্যাবের মূল কাজ।’ এ কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
৪ মার্চ বুধবার দুপুরে টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭ রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘কক্সবাজারে মূলত নতুন করে র্যাব-১৫ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। সন্ত্রাসীদের পাশাপাশি পুরো দেশকে ইয়াবা মুক্ত করতেই এই উদ্যোগ। সেই লক্ষ্য সামনে রেখে র্যাব-১৫ উইং কমান্ডার তার অফিসারদের নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অল্প সংখ্যক ফোর্স নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে যে চেষ্টা করছেন তা একটি অনন্য উদাহরণ।’
লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, ‘আমরা উপলগ্ধি করেছি ক্যাম্পে মাঝে মাঝে ডাকাতের উপদ্রব দেখা দিচ্ছে। রোহিঙ্গাদের মাধ্যমে বিভিন্ন সময় ইয়াবা নিয়ে আসা হয়। মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করা হয়। এ বিষয়ে র্যাব কখনও নমনীয় হবে না।’
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের র্যাব-১৫ উইং কমান্ডার আজিম আহমেদ, টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব, এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকারসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.