পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘একটা সময় সাধারণ মানুষ থানায় বা পুলিশের কাছে যেতে ভয় পেতো। এখন সেই পরিবেশ আর নেই। সেবার মানসিকতা ও মানবিক পুলিশ তৈরিতে কাজ করছি আমরা। সেবার আধুনিকায়নের ফলে গত বছর ৫৮ লাখ মানুষের কাছে ডিজিটাল সেবা নিশ্চিত করেছে পুলিশ।’
সোমবার (২ মার্চ) পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার/ পুলিশ হবে জনতার– এই নীতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মুজিব জন্মশতবর্ষে সারাদেশের প্রতিটি থানা জনগণের আস্থার জায়গায় পরিণত হবে।’
বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় ঢাকা বিভাগের সব জেলার পুলিশ সুপারসহ নরসিংদীর জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.