পঞ্চগড়ে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে রবিয়াল হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মার্চ) জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রবিয়াল ওই এলাকার তমিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবু বক্কর সিদ্দিক ও প্রতিবেশী নুর মোস্তফার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এনিয়ে আদালতে মামলাও চলছে। সোমবার ওই জমিতে নূর মোস্তফা ১৫/২০ জনের দলবল নিয়ে বাঁশের বেড়া দিতে গেলে আবু বক্কর ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আবু বক্করের ভাতিজা রবিয়ালের মাথায় আঘাত লাগে। আহত হন আরও ৮ জন।
আহতের স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আককাছ আহমদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে জড়িত সন্দেহে আমরা ৭ জনকে আটক করেছি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.