মোংলায় ৩০০ বোতল বিদেশি মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জন চীনা নাগরিক। রবিবার ১ মার্চ রাত ১২টার দিকে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম এক প্রেস বার্তায় এ তথ্য জানান।
আটক তিন চীনা নাগরিক হলেন- জেরি (২৬), জ্যাক জিয়া (৩৩), ও ফু (৩৩)। এছাড়া এদের দলে হাসনাত (২৮) ও মো. রুমন সিকদার (৩২) নামে দুই বাংলাদেশি মাদক ব্যবসায়ীও ছিল। এদের একজনের বাড়ি নারায়ণগঞ্জ এবং অপরজনের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।
লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, আটককৃতদের কাছে পাওয়া বিদেশি মদ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিলো। আটককৃত মালামাল ও আসামিদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.