কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীরে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুলতান আহমদ (২৪)। রবিবার ১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের মধ্য থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
সুলতান হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নাফ নদীর তীরে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট তৈরির জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সুলতানের পরিবার জানায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাফ নদীতে মাছ ধরতে বের হওয়ার পর সুলতান আর ফিরে আসেনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.