স্বামীকে উপহার হিসেবে শেয়ার দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজের দুই নারী পরিচালক।
স্বামীকে শেয়ার উপহার দেয়া দুই পরিচালক হলেন লিরা রিজওয়ানা হাসান এবং আঞ্জুমান আরা বেগম।
পূর্বের ঘোষণা অনুযায়ী এই দুই পরিচালক তাদের স্বামীর বিও হিসেবে শেয়ার হস্তান্তর করেছেন বলে ১ মার্চ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালক লিরা রিজওয়ানা হাসান এবং আঞ্জুমান আরা বেগম তাদের স্বামীকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দেন গত ১৮ ফেব্রুয়ারি।
ওই ঘোষণা অনুযায়ী, লিরা রিজওয়ানা হাসানের বিও হিসাব থেকে ১০ লাখ শেয়ার তার স্বামী মহিম হাসানের অনুকূলে সরবরাহ করা হয়েছে।
আর আঞ্জুমান আরা বেগমের বিও হিসাব থেকে ১৮ লাখ ৪৯ হাজার ৮৬৫টি শেয়ার তার স্বামী নাঈম হাসানের অনুকূলে সরবরাহ করা হয়েছে।
মহিম হাসান এবং নাঈম হাসান দুজনই তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৬৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৯৪৬টি।
এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে ৪৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ৩৯ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৮৯ শতাংশ শেয়ার আছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.