যশোরের শানতলা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন, তানিয়া (২৫) ও হাসান (৩৮)। আহত হয়েছেন আরও তিন জন।
১ মার্চ রবিবার সকাল সোয়া ৯টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শানতলায় সিএনজিটি দাঁড়িয়েছিল। তখন ঝিনাইদহগামী একটি ট্রাক পেছন থেকে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ছিটকে রাস্তার ধারে একটি গাছে আঘাত করে। ঘটনাস্থলে তানিয়া ও হাসান মারা যান। আহত হন প্রতীক (৪০), নজরুল (৫০) ও মনোয়ারা (২৪) নামে তিন যাত্রী।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এনাম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দু’জন মারা যান। আহত প্রতীক ও নজরুলের অবস্থা শঙ্কামুক্ত নয়।
সার্জারি চিকিৎসক অজয় সরকার জানান, আহত মনোয়ারার মাথার আঘাত গুরুতর। তাকে দ্রুত ঢাকায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ট্রাক জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
নিহত তানিয়া ব্র্যাক ব্যাংকের চুড়ামনকাটি শাখায় কাজ করতেন। আর হাসানের বাড়ি যশোর সদরের দৌলতদিহি এলাকায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.