গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিপিবি ফুলবাড়ী শাখা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় স্থানীয় নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে একটি পথসভা করেন।
সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান পথসভায় বলেন, ‘ভারত বন্ধুরাষ্ট্র হলেও বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন সাম্প্রদায়িক খুনি ও মৌলবাদি। তার হাতে প্রতি মুহূর্তে তার দেশের নাগরিক খুন হচ্ছে। তাই মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সফর বাতিল করার দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘এই সরকার দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ব্যয়ভার বৃদ্ধি করছে। অবিলম্বে গ্যাস বিদ্যুতের মূল্য কমাতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি’র সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত। এসময় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক মসলেম উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.