রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। ২৯ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২টার দিকে গোদাগাড়ীর কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন, নগরীর দেবিশিংপাড়া এলাকার মোশাবেব আলী ওরফে আক্কাস (৪০), হাসনারা (৩৫), ৯ মাসের শিশু আদিব আল হাসান, মুনসেরা (৮), চাঁপাইনবাবগঞ্জে আশিয়া (৩০) এবং প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫)।
ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। কাদিপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-খ ১১-৩২৬০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ ৫ জনকে রামেক হাসপাতালে পাঠানো হলে আরও তিন জন মারা যান। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.