কুমিল্লার দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৭টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত খাদিজা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট আলমগীর হোসেন জানান, খাদিজা পরিবহনের বাসটি সকাল ৭টার সময় দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রমজান, শফিকুল ও শাহীন মোল্লা নামে তিন যাত্রী নিহত হন। তাদের সবার বাড়ি ঢাকায়। আহত হন অন্তত আরও ১৫ জন যাত্রী। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে। এখন দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.