দেশচিন্তা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ ৫ অক্টোবর রাত ৮ টায় জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের নেতৃবৃন্দে ও সাংষ্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,
শিল্পীরা এখন স্বাধীনভাবে শিল্প চর্চার পরিবেশ পাচ্ছেন।
“সরকারের সাফল্য, উন্নয়ন এখন মানুষের জীবনকে নানাভাবে স্পর্শ করছে। শিল্পীরাও রয়েছেন তাদের মধ্যে।
আবৃত্তি, গান, নাটক, নৃত্য পরিবেশনায় মাননীয় প্রধানমন্ত্রী যে সকল সুয়োগ সুবিধা সৃষ্টি করে দিয়েছে তাতে শিল্পীরা যদি দেশপ্রেম নিয়ে কাজ করে তাহলে এ দেশের শিল্প সাংষ্কৃতিকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব ।”
“শিল্পীরা চিরদিন মানুষের পাশে থাকেন। তারা যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, তবে দেশের শিল্পচর্চাও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।” জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, নাট্যজন- জাহাঙ্গীর কবির, খালেদ হেলাল, আব্দুর রাজ্জাক, শাহীনুর সরওয়ার, মাঈনউদ্দিন কোহেল, চারুশিল্পী- সুব্রত বড়ুয়া রণি, সঙ্গীতশিল্পী- আব্দুর রহীম, মোস্তাফা কামাল, শিলা চৌধুরী, অনামিকা তালুকদার, আবৃত্তিশিল্পী- ফারুক তাহের, মসরুর হোছাইন, মুজাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।