আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

নাটোরের আসামিকে মাদক সরবরাহ

নাটোর আদালতে শুনানি শুরুর আগে এজলাসের ভেতর অস্ত্র ও মাদক মামলার এক আসামিকে ইয়াবা এবং গাঁজা সরবরাহের সময় জনি শেখ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে কোর্ট পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

আটক জনি শেখ নাটোর শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে। এ ঘটনায় বিকালে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নাটোর কোর্টের ইন্সপেক্টর আমিনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আমিনুর রহমান জানান, সকাল ১১ টার দিকে বিচারক তানজীম আলম তাবাসসুমের আদালত শুরুর কিছু আগে এজলাসে ওঠে অস্ত্র ও মাদক মামলার আসামি সজিব। এসময় তাকে ইয়াবা ও গাঁজা সরবরাহ করছিল জনি শেখ। বিষয়টি কোর্ট পুলিশের এসআই মালেকের নজরে আসলে জনি শেখকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় বিকালে সিএসআই মালেক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ