নওগাঁর-রাজশাহী মহাসড়কে মান্দার ফেরিঘাট এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মান্দা উপজেলার ঘাট কৈ এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন (৪৫ ) ও রফিকুল ইসলাম (৩৬)। মান্দা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই বলেন, সকালে একটি সিএনজিতে করে স্থানীয় কয়েকজন নওগাঁ শহরে যাচ্ছিল। পথে ফেরিঘাট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রফিক ও জয়নাল। আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুই জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর দুর্ঘটনাকবলিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মান্দা থানায় মামলা হবে বলে জানিয়েছেন এসআই।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.