
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৭টার দিকে এঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশসহ স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মনিহারি, কাপড়, মুদি ও ঔষধের দোকান রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পড়েছেনঃ ৩৮৩