গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস উল্টে ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবী (৯ মাসের) নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।
২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের নুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ফাতেমা কালিয়াকৈরের ইদ্রিস আলীর স্ত্রী।
এসআই জানান, কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাস নুরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ফাতেমা ও তার ৯ মাস বয়সী সন্তান নিহত হয়। দুর্ঘটনায় আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.