ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলার গোয়ন্দো পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ধর্মনগর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে হাসান (২৬) ও একই উপজেলার বিজয়পাড়া এলাকার নুরু মিয়ার ছেলে আমিন (২৪)।
গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিওিতে জেলার কসবা উপজেলার কুঠি ইউনিয়নের কাঠেরপুল এলাকার ভূইয়া শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গাড়িসহ তাদের আটক করা হয়।’
পুলিশ জানায়, তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি তল্লাশি করে ৭৬২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৭২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.