দেশচিন্তা নিউজ ডেস্ক:
৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়নমেলা উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত মেলায় জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের স্টল উদ্বোধন অনুষ্ঠান গতকাল ৪ অক্টোবর বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত স্টলের উদ্বোধন করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের চেয়ারম্যান সাবেক এমপি হাসিনা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য তপতী সেনগুপ্তা, সদস্য জান্নাত আরা মঞ্জু, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা পারভিন। জহিরুল ইসলাম, নাঈম পারভেজ, অবকাশ চাকমা, তবারক হোসেন, রুশ্মী আকতার, ইকবাল হোসেন, মুরাদ, করিম, জাহানারা বেগম, শাফিন, ঋষি, রুশলান প্রমুখ। সভায় প্রধান অতিথি সাবেক এমপি হাসিনা মান্নান বলেন ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় বর্তমান সরকারের নানারকম সেবার তথ্য আপনারা পাবেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের প্রচার প্রসারে এই মেলা খুবই গুরুত্বপুর্ণ। তিনি জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের উন্নয়ন কর্মসূচীগুলোর পূর্ণ তথ্যচিত্র মেলায় এসে দেখার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান। তিনি সরকারের যাবতীয় সাফল্যের সকল তথ্য এই মেলায় এসে আগ্রহী মানুষকে স্বচক্ষে দেখার অনুরোধ করেন। সভা শেষে প্রধান অতিথি সাবেক এমপি জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের চেয়ারম্যান হাসিনা মান্নান উন্নয়নমেলায় জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.