নানাভাবেই সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও ঢাকাই অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
এবার এই দম্পতি প্রথমবারে মতো একসঙ্গে টিভি পর্দায় আসছেন, বসছেন মুখোমুখি।
বাংলাভিশনের সেলিব্রেটি টক শো ‘আমার আমি’ নিয়মিত উপস্থাপনা করছেন মিথিলা। অনেক অতিথির সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
এবার অতিথির আসনে বসছেন সৃজিত। আর উপস্থাপনায় থাকছেন মিথিলা।
বিষয়টি নিয়ে টেলিভিশন চ্যানেলটি জানান, এতে উপস্থাপিকার ভূমিকায় আগের মতোই থাকছেন মিথিলা। তার প্রশ্নের উত্তর দিতে হবে সৃজিতকে।
ইতোমধ্যে ‘আমার আমি’-এর বিশেষ এ পর্বটি ধারণ করা হয়েছে ক্যামেরায়। আগামী ২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে এটি বাংলাভিশনে প্রচার হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ঢাকায় সৃজিত ও মিথিলার প্রথম দেখা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর পরিচালকের জন্মদিনের বিশেষ ছবিতেও পাওয়া যায় মিথিলাকে। তখনই প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর গত ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনা হচ্ছে তাদের।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.