শিশুদের অতিরিক্ত চাপ দেওয়ায় কিন্ডারগার্টেন স্কুলের সমালোচনা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, ‘কিন্ডারগার্টেন (কেজি) স্কুলগুলো পাঠ্য বইয়ের পাশাপাশি একগাদা বই শিশুদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ফলে বইয়ের ভারে তাদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই বর্তমান সরকার শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বছরের প্রথম দিন দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হচ্ছে।
বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মন্ত্রীসভায় এই বিদ্যালয় নিয়ে কথা হয়েছে। সেখানে সবাইকে বলা হয়েছে পর্যায়ক্রমে স্কুলটি ঘুরে দেখতে।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মিকাইল, প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা প্রমুখ।
উল্লেখ্য, বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.