মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার ভোরে সদরের বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের ডাকাত সর্দার লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারীর এলাকার অপর ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, ভোররাতে গোলাগুলির শব্দ শুনে সদরের ররুনাতৈল গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত দুই জনের নামে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনের ওপরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.