গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী (৩০) ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলা দায়ের করেছেন। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত ধর্ষকের নাম ইমরান হোসেন ওরফে আনোয়ার (৪৫)। সে বরিশালের বাকেরগঞ্জ থানার নয়ন খলিফার ছেলে।
ওসি মামলার বরাত দিয়ে জানান, চাকরি দেওয়ার কথা বলে গত শনিবার সকালে ইমরান মোবাইল ফোনে ওই নারীকে সিটি করপোরেশনের শহীদ রওশন সড়ক এলাকায় মোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে ডেকে নিয়ে যায়। ইমরান ওই বাড়িতে ভাড়া থাকতো। ওই বাসায় নিয়ে গিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেয় ইমরান। এতে রাজি না হলে ইমরান ভয়ভীতি দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ঘটনার সময় ইমরানের সহযোগী অপর এক ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। এ ঘটনায় ইমরান ও তার সহযোগীকে আসামি করে মামলা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.