সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ের পুলিশ ফাঁড়ির পাশে টিঅ্যান্ডটি কলোনির মধ্যে রাশিদা বেগম (৬৫) নামে একজন নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার রাতের কোনও সময়ে তার নিজ বাসায় এই ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম ওই মহল্লার প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টারের স্ত্রী।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল থেকে নিহতকে জবাই করা ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার হাসিবুর রহমান ও সদর সার্কেল অফিসার স্নিগ্ধ আকতার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে পরিবার পরিকল্পনা দফতরের স্বাস্থ্যকর্মী নাসিম ইমরান ওরফে লিয়ন (৩৫) নিরুদ্দেশ রয়েছেন।
লিয়নের স্ত্রীসহ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (অপারেশন) নূরুল ইসলাম।
সদর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, আলামত জব্দ করার পর ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রয়াত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দুই ছেলে ও এক মেয়ে থাকলেও ঘটনার সময় বড় ছেলে লিয়নই বাড়ি ছিলেন। ঘটনার পর তিনি নিরুদ্দেশ। এই ঘটনার জন্য তাকে প্রাথমিকভাবে সন্দেহের চোখে দেখছে পুলিশ। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.