আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি আটক দুই

ঝিনাইদহে আলমসাধু যোগে (শ্যালো ইঞ্জিন চালিত যান) অভিনব কায়দায় মাদক পাচারের সময় মামুন মিয়া ও শাহিন হোসেন নামের দুই কারবারিকে আটক করা হয়েছে। এসময় আলমসাধুর মধ্যে বিশেষ ব্যবস্থায় থাকা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আলমসাধু যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি আলমসাধু তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায়। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ