আটকের নামে মোটা অংকের টাকা নেওয়াসহ আরও বিভিন্ন অভিযোগে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার উল্ল্যাহকে মৌলভীবাজার পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি সোমবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, কুলাউড়া থানায় যোগদানের পর থেকেই উপ-পরিদর্শক দিদার উল্ল্যাহ মাদক মামলার আসামিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়াসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এর আগেও, ২০১৬ সালের দিকে অনিয়মের অভিযোগে তাকে প্রত্যাহার করে নেওয়া হয় এবং পরবর্তীতে কমলগঞ্জ থানায় বদলি করা হয়। এরপর ২০১৮ সালের শেষের দিকে আবারও কুলাউড়া থানায় উপ-পরিদর্শকের দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব নেওয়া পর থেকে আবারও অনিয়ম ও আটক বাণিজ্যে জড়িয়ে পড়েন। সম্প্রতি এরকম দুটি ঘটনায় তার জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর বলেন, ‘প্রশাসনিক কারণেই দিদার উল্ল্যাহকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বদলি হওয়ার আগে এরকম প্রত্যাহার করা হয়। এছাড়া অন্য কিছু না।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.